নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। রবিবার জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগ,নড়াইলের উপ-পরিচালক মোঃ শামছুল আলম, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম আল-মামুন প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন