নড়াইলে ২০ কলেজ শিক্ষকের কাছে জনযুদ্ধ পরিচয়ে চাঁদা দাবী
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কমপক্ষে ২০জন শিক্ষকের কাছে বিপ্লবী কমিউনিস্ট পার্টি জনযুদ্ধ পরিচয়ে শিক্ষক প্রতি ২লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল থেকে বিভিন্ন সময়ে ০১৯৪৭-৯০৮৯৯৮ মোবাইল ফোনের নম্বর থেকে জনযুদ্ধ সংগঠনের আঞ্চলিক কমান্ডার পরিচয় দিয়ে টাকা দাবি করা হয়। বিকাশ নম্বরের মাধ্যমে টাকা পরিষদ করা না হলে তাদের পরিবারকে হত্যা করা হবে বলে সন্ত্রসীরা হুমকী প্রদান করে।
এ ঘটনায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শিক্ষকওদর মধ্যে আতংক বিরাজ করছে। তবে এ বিষয়টি এখনও পুলিশ জানে না বলে জানা গেছে।
অভিযোগে জানা গেছে, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষক পরিষদ নেতা ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান এম আব্দুর রহিম,দর্শন বিভাগের শিক্ষক আবুল হাসনাত খান, অর্থনীতি বিভাগের এহসানুল হক,রাষ্ট বিজ্ঞানের শিক্ষক তরফদার সাজ্জাদ হোসেন টিপু, একই বিভাগের প্রসেনজিৎ দাস, উদ্ভিদ বিদ্যা বিভাগের শিমুল কুমার ভক্ত, রসায়ন বিভাগের হাসানুজ্জামানসহ কলেজের প্রায় ২০জন শিক্ষককে ফোন দিয়ে চাঁদা দাবি করা হয় এবং বিকাশ নম্বরে টাকা পাঠানোর জন্য বলা হয়। দাবিকৃত টাকা না দিলে এ সকল শিক্ষকদের পরিবারকে হত্যা করা হবে বলেও ভুক্তভোগীরা জানান।
রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক সাজ্জাদ হোসেন টিপু জানান, আমি সকাল ১১টার দিক কলেজে অবস্থানকালে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে জনযুদ্ধ সংগঠনের পরিচয়ে এক ব্যক্তি ০১৯৪৭-৯০৮৯৯৮ নম্বর দিয়ে আমাকে ফোন করেন এবং আমার কাছে ২লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি আরো বলেন,কয়েকজন শিক্ষক টাকা দিতে পারবে না বলে জানালে সন্ত্রাসীরা অকথ্যভাষায় তাদেরকে গালিগালাজ করে।
নড়াইল থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম বলেন, আমরা এখনও কোন অভিযোগ কারোর কাছ থেকে পাইনি।