দুদকের ৮ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন জন উপ-পরিচালক, দুজন সহকারী পরিচালক ও একজন উপ-সহকরী পরিচালকসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে প্রশাসনিক অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কর্মকর্তাদের পদবি জানালেও নাম প্রকাশ করেননি তিনি।

প্রণব প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, কমিশনের কর্মকতা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত ৮টি অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান করছে ‘অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটি’।