দরিদ্র মানুষের মাঝে ৪ নং ওয়ার্ড যুবলীগের খাদ্যসামগ্রী উপহার

সময়ের স্রোতে এখনো নিয়ন্ত্রণের বাহিরে বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনা ভাইরাস। এর ফলে আমাদের দেশের খেটে খাওয়া দিনমজুর, অসহায় মানুষের কষ্টের সীমা নেই। সরকারের পাশাপাশি অনেক সামাজিক সংগঠন, রাজনৈতিক ও মহৎ ব্যক্তিরা এগিয়ে আসছে। তবুও এতো বড় সমস্যার যেন কূল নেই।

ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সহযোগিতায় ৪নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম জীবন দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন।

ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন। প্রায় তিনশ অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের মাঝেও খাদ্যসামগ্রী বিতরণ করেন রেজা।

এদিকে ৪নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম জীবন তার প্রতিষ্ঠিত সংগঠন “দেশ সমাজ কল্যাণ সংগঠন” এর মাধ্যমে দেড় শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন।

এ ছাড়াও দুই শতাধিক ছিন্নমূল মানুষের মাঝেও নূরে আলম জীবন রান্না করা খাদ্য বিতরণ করেন।