ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

ঢাকায় আসছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বুধবার বিকেলে এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসবেন তিনি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ফিফা সভাপতির ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ফিফা প্রেসিডেন্ট।

মূলত ৫ সদস্যের একটি দল ঢাকায় আসবে। যার নেতৃত্বে থাকবেন ফিফা সভাপতি। এশিয়ার বিভিন্ন দেশে শুভেচ্ছা সফর করছেন ফিফা সভাপতি। মঙ্গোলিয়া সফর শেষ করে ঢাকায় আসবেন তিনি। আর ঢাকা সফর শেষ করে উড়াল দেবেন লাওসের উদ্দেশ্যে।

এবার নিয়ে চতুর্থবার ঢাকায় আসবেন ফিফার কোনো সভাপতি। আশির দশকে প্রথমবার ঢাকায় এসেছিলেন তখনকার ফিফা সভাপতি হোয়াও হ্যাভেলাঞ্জ। ২০০৬ ও ২০১২ সালে আসেন সেফ ব্ল্যাটার।