ঢাকা থেকে মোরেলগঞ্জে আনা মৃত ব্যক্তির করোনা সনাক্ত, একটি গ্রাম লকডাউন
ঢাকা থেকে বাগেরহাটের মোরেলগঞ্জে মৃত অবস্থায় এনে দাফন করা জুতা কারখানার শ্রমিক দুলাল হাওলাদারের (৪০) করোনা সনাক্ত হয়েছে। বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার নমুনা পরিক্ষা রিপোর্ট পজেটিভ বলে জানানো হয়। দুলাল মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড়বাদুরা গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে।
সোমবার দিবাগত রাতে দুলালের মৃতদেহ ঢাকা থেকে বাড়িতে আনা হয়। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুলালের মৃতদেহ থেকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্ কমপ্লেক্সের মেডিকেল টিম মঙ্গলবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এঘটনার পর বুধবার রাত পৌনে ১২ টায় মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই গ্রামে নিয়ে বড়বাদুরা গ্রামটি লগডাউন ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, মঙ্গলবার বেলা ৯টায় মৃত দুলাল হাওলাদারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে বুধবার তার রিপোর্ট পজেটিভ বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়।
আরো পড়ুন বাগেরহাটের একজনসহ খুমেক ল্যাবে নতুন আরো তিন জনের করোনা শনাক্ত
স্থানীয় চেয়ারম্যান আকরামুজ্জামান ও এলাকাবাসি জানান, মঙ্গলবার বেলা ১০টার দিকে দুলাল হাওলাদারের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর পূর্বে সোমবার রাতে তার দুই ভাই, স্ত্রী, সন্তানসহ ১০/১২ জন মিলে দুলালের মৃতদেহ ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ঘটনাস্থল থেকে মুঠোফোনে জানান, মৃত দুলালের লাশ বহনকারীসহ সবার পরিচয় সংগ্রহসহ গোটা গ্রাম লকডাউন ঘোষনা করা হয়েছে।