ঝালকাঠিতে হত্যা মামলায় ২ জনের ফাঁসির আদেশ

ঝালকাঠিতে আনোয়ারা বেগম নামে এক নারীকে হত্যা মামলায় দুইজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- খাইরুল আলম ওরফে শেখ হাসান ও প্রীতন হোসেন ওরফে পিন্টু।

রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, ২০০২ সালের ১৭ মে রাতে ঝালকাঠির সদর উপজেলার শেখের হাট ইউনিয়নের রাজপাশা গ্রামে লিটন শিকদারকে হত্যা করতে যায় আসামিরা।

এ সময় লিটনের মা আনোয়ারা বেগম ঘটনাটি দেখে ফেললে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

পরে সিআইডি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক পরে ২০০৩ সালের ১৪ অক্টোবর মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ পরের বছর ডিসেম্বরের ২১ তারিখ আসামিদের বিরুদ্ধে অভিযোপত্র আদালতে জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।