ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিজয় হোসেন (২৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মৌবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক দুইজনকে আটক করেছে।

নিহত বিজয় হোসেন গাংনী উপজেলার মাঝের গ্রামের হাকিম ডাক্তারের ছেলে।

পুলিশ জানায়, ছিনতাইকারীর একট দল যাত্রী সেজে গাংনী থেকে দৌললতপুর যাওয়ার নাম করে বিজয়ের সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে। তারা মৌবাড়িয়া-শ্যামপুর মাঠের মধ্যে এসে পৌঁছালে ছিনতাইকারীরা বিজয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করে। পথে পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পে টহলরত পুলিশ সদস্যদের দেখে ছিনতাইকারীরা সিএনজিচালিত অটোরিকশাটি ফেলে পালানোর সময় রকি নামে একজনকে আটক করে পুলিশ। এ সময় বাকিরা পালিয়ে যায়।

আটক রকি গাংনী উপজেলার বাওট গ্রামের কামাল হোসেনের ছেলে। পরে গাংনী উপজেলার মোহাম্মদপুর এলাকার একটি মাঠ দিয়ে পালানোর সময় স্থানীয়রা ইব্রাহীম নামের আরও একজনকে আটক করে। সে একই উপজেলার মাঝের গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান জানান, নিহত ও ছিনতাইকারীরা সবাই গাংনী উপজেলার বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।