খুলনায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনায় কিশোর গ্যাং সদস্যের ছুরিকাঘাতে সারজিল রহমান সংগ্রাম (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। তিনি চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা ব্রাইড সী ফুডের কম্পিউটার অপারেটর ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে পূর্ব রূপসা এলাকার হিমায়ন বরফ কলের পাশে একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত সংগ্রাম বাগমারা গ্রামের শেখ মুজিবুর রহমানের একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, বীর শ্রেষ্ঠ রুহুল আমীন সড়কের ছাদভাঙ্গা বরফ কলের সামনে দিয়ে ছুটি শেষে বাড়ি যাচ্ছিল সংগ্রাম। এ সময় একদল কিশোর এসে তাকে গুপ্তি দিয়ে এলোপাতারি আঘাত করে দ্রুত পালিয়ে যায়। কিছুদিন আগে সংগ্রামের একটি মোবাইল ফোন হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের লিডার রাহাতের সাথে দ্বন্দ্ব হয়। যার জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে স্থানীয়দের ধারনা।
সংগ্রামের পিতা মুজিবুর রহমান কান্না জড়িত কন্ঠে অভিযোগ করে বলেন, ওই কিশোর গ্যাংয়ের সাথে তার ঝামেলার কথা আমাকে জানিয়েছিল। সে মারা যাওয়ার আগে কয়েকজনের নাম বলে গেছে, এরা হলো, গ্যাং লিডার রাহাত, অমিত, সাজু ওরফে সাধু ও সোহেল। সাথে আরও দুইজন ছিল যাদের নাম বলার আগেই সে মারা যায়।
খুলনা জেলা পুলিশের এডিশনাল এসপি মো. আনিচুর রহমান জানান, ওই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।