খুমেকে ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে রাফি বেগম (৪৫) নামে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাফি বেগম গোপালগঞ্জের বেতগ্রাম এলাকার মতিউর রহমানের স্ত্রী।
এর আগে গতকাল মঙ্গলবার অষ্টমী সেন নামে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনায় মোট ১৯ জন রোগী মারা গেলেন।
খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, রাফি বেগমকে তার স্বজনরা মঙ্গলবার বিকালের দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করেছিলেন। আজ বুধবার সকালে তিনি মারা যান।
রাফি বেগমের স্বজনদের অভিযোগ, মঙ্গলবার দুপুরের দিকে তাকে খুমেক হাসপাতালে নিয়ে আসেন তারা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ও স্টাফদের উদাসীনতায় রোগী ভর্তি করতে তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। অবশেষে এক নেতার টেলিফোনে রাতে তাকে ভর্তি করা হয়।
নিহতের স্বামী মতিউর রহমান অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে। অবশ্য খুমেক কর্তৃপক্ষ তার এমন অভিযোগ ভিতিবতহীন বলে দাবী করেছেন।