এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির
বাগেরহাট-২ (সদর–কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, এই জনপদের সার্বিক উন্নয়নের জন্য তিনি একাধিক বাস্তবভিত্তিক এজেন্ডা ঘোষণা করেছেন। এর মধ্যে খান জাহান আলী (রহ.) মাজারকেন্দ্রিক আধুনিক পর্যটন এলাকা গড়ে তোলা, খানজাহান আলী বিমানবন্দর চালু করা এবং আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাগেরহাট জেলা সদরের খানজাহান আলী দরগাহ মাঠ প্রাঙ্গণে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, খানজাহান আলী বিমানবন্দর চালু হলে এ অঞ্চলের হাজীগণ সরাসরি বিমানযোগে হজ পালনের সুযোগ পাবেন। পাশাপাশি পর্যটন বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতে গতি আসবে। তিনি আরও বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়নে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালকে আধুনিকায়ন করে উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
তিনি দৃঢ়ভাবে বলেন, খানজাহানের এই পুণ্যভূমিতে কোনো সন্ত্রাস, দখলদারিত্ব ও চাঁদাবাজির ঠাঁই হবে না। অপরাধী যদি আমার আত্মীয়ও হয়, তাহলেও কোনো ছাড় দেওয়া হবে না। আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করাই হবে তার মূল অঙ্গীকার।
ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলতে চাই—আপনাদের আঘাত করার আগে আমাকে আঘাত করতে হবে। সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে, এটাই আমাদের ঐতিহ্য। শিক্ষার মানোন্নয়নে মেরিন একাডেমিকে বিএসসি মেরিন একাডেমিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দ্বীপু, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাছির আলাপ, মনিরুল ইসলাম খান, শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, ওবায়দুল ইসলাম জুয়েল, আবুল কালাম আজাদ বুলু, ফকির তারিকুল ইসলাম, এসকেন্দার হোসেন, শরীফ মোস্তফা জামান লিটু, কামরুজ্জামান শিমুল ও মহিদুল ইসলাম।
সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো। এ সময় জেলা যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল ও জাসাসসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।