অনেক দিন পর ঈশানা

ছোটপর্দার জনপ্রিয় মুখ ঈশানা। গত জুলাই মাসে বিয়ে করেন তিনি। বিয়ের পরপরই চলে যান অস্ট্রেলিয়ায়। ফলে নতুন কোনো নাটক-ধারাবাহিকের ক্যামেরার সামনে দেখা যায়নি তাকে।

এদিকে অনেক দিন পর আবারও পর্দায় হাজির হচ্ছেন তিনি। ঈশানাকে দেখা যাবে চিটার ডটকম নামের একটি নাটকে। বিদেশ যাওয়ার আগে এই নাটকে অভিনয় করেছিলেন ঈশানা।

নাগরিক টিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে এই ধারাবাহিকটি। এটি নির্মাণ করেছেন শামিম জামান। গল্পে দেখা যাবে, কাসিমপুর গ্রামের প্রায় সবাই চিটার। তাই এই গ্রাম চিটার ডটকম নামে পরিচিত। গ্রামের তিনজন চিটারের গল্প নিয়ে এই নাটকটি এগিয়ে যায়। ঈশানা ছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন আ খ ম হাসান, স্বাগতা ও শামিম জামান।