1

৫৯ মিনিটে ওষুধ ডেলিভারি দেবে ‘গোমেডকিট’

অর্ডারের ৫৯ মিনিটের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ওষুধ পৌঁছে দেবে ‘গোমেডকিট’। কম সময়ে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহের সুযোগ দিতে ‘গোমেডকিট’ নামের অ্যাপও চালু করেছে অনলাইন ওষুধ ডেলিভারি সেবাটি। সোমবার ঢাকার একটি রেস্তোরাঁয় অ্যাপটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে গুলশান, উত্তরা, ধানমণ্ডিতে বসবাসকারীরা অ্যাপটি কাজে লাগিয়ে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারবেন। পর্যায়ক্রমে মোহাম্মদপুর, বাড্ডা, বসুন্ধরা, মতিঝিল, খিলগাঁও, বাসাবোসহ বিভিন্ন এলাকায় সেবার পরিধি বৃদ্ধি করা হবে। এক সপ্তাহ পর থেকে আনুষ্ঠানিকভাবে বাজারজাত কার্যক্রম শুরু হবে। http://https: //bit.ly/ 2mffdC1 থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বেসিস পরিচালক দিদারুল আলম প্রমুখ।