1

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

 

সুন্দরবনের সুতারখালী খাল এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। তবে এ ঘটনায় কাউকেই আটক করতে পারেনি তারা।

মোংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন’র গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের সুতারখালী এলাকায় একদল দস্যু ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য জানার পর থেকেই ওই এলাকায় দস্যুদের বিরুদ্ধে অভিযান শুরু করে কোস্টগার্ড বাহিনীর অপারেশন টিমের সদস্যরা। ঘটনাস্থলে কোস্টগার্ড সদস্যরা পৌঁছানোর খবর আগে জানতে পেরে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় দস্যুরা। পরে দস্যুবাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় স্থানান্তর করা হয়েছে।

কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন’র গোয়েন্দা অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ আরো জানান, সুন্দরবন সংলগ্ন কোস্টগার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে যেকোন ধরনের সন্ত্রাসী তৎপরতা, বনদস্যু জলদস্যুদের অপতৎপরতা, মাদক ব্যবসায়ীদের নির্মুল ও বন্যপ্রাণী নিধনকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।