1

শরীয়তপুরে তৌহিদী মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ

 

ভোলার বোরহান উদ্দিনে ফেইসবুকে মহানবী (সঃ) কে নিয়ে অবমাননাকর পোষ্ট দেয়ার প্রতিবাদে তৌহিদী মুসলিম জনতার ব্যানারে ভোলায় প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচীতে পুলিশের অতর্কিত হামলা ও গুলীতে ৪জন নিহত ও দেড় শতাধিক আহত হয়। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার সকাল ১১টায় শরীয়তপুর শহরে তৌহিদী মুসলিম জনতার ব্যানারে  বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শরীয়তপুর শহরের পালং উত্তর বাজার থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশের অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ওলামা পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফি উল্লাহ খান ,বেপারী পাড়া জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মাহাদি হাসান সিরাজী ও মাওলানা শওকত আলী,মাওলানা আবু বকর, মাওলানা সাব্বির আহম্মেদ ওসমানী ,মাওলানা ইদ্রিস আহম্মেদ কাছেমী, মাওলানা হেফজুর রহমান,মাওলানা শহিদুল ইসলাম,হাফেজ মোঃ শাখাওয়াত হোসেন, মাওলানা হাফিজুর রহমান প্রমূখ । এ সময় হাজার হজার তৌহিদী জনতা অংশ নেয়। সমাবেশে বক্তারা ভোলা বোরহান উদ্দিনে পুলিশ তৌহিদী জনতার উপর অকাতরে গুলী ছুড়ে হতাহত করা ও মহানবী (সঃ) সম্পর্কে অবমাননাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।