1

লারমনিরহাটে নজরুল উৎসব

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে লারমনিরহাটে সংগীত, আবৃত্তি ও নৃত্য প্রশিক্ষণ নিয়ে কর্মশালা ও নজরুল উৎসবের আয়োজন করা হয়। গতকাল ২৭ সেপ্টেম্বর সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যড. মতিয়ার রহমান। এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজনসহ জেলার সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকালে সম্মাননা ও সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার এস এম রশিদুল হক, সিভিল সার্জন ডা: কাসেম আলী, ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতিক, সদর উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়। কবি ও সমাজ ফেরদৌসী বেগম বিউটির সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক (অব:) গোলাম রহমান, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক আব্দুল মজিদ মন্ডল, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলা প্রিন্স, কবি সরোজ দেব, কবি দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মজিবর রহমান, সংগীত শিল্পী তাজুল ইসলাম বক্তব্য রাখেন প্রমুখ। সম্মাননা ও সনদ বিতরন শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।