1

মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি কার্যক্রম শুরু

মোংলা বন্দর দিয়ে মঙ্গলবার রেডিমেড গার্মেন্টস পণ্য রপ্তাণী শুরু হয়েছে।

বন্দরের উপসচিব মাকরুজ্জামান মুন্সী জানান,  গাজীপুরের রপ্তানীকারক প্রতিষ্ঠান দিগন্ত সিটার্স লিমিটেড মোংলা সমুদ্র বন্দর দিয়ে জার্মানীতে রপ্তানীর উদ্দেশ্যে “এমভি মার্সক ওলগাস্ট” জাহাজে একটি ৪০ ফুট কন্টেইনারে ২০ হাজার ৫৬৮ পিস টি শার্ট রপ্তানিকরনের মধ্য দিয়েই প্রথম বারের মত রেডিমেট গার্মেন্টস পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বন্দরের ট্রাফিক বিভাগের পরিচালক মোস্তফা কামাল, শিপিং এজেন্ট প্রতিনিধি এম. এন আলম ও সি এন্ড এফ প্রতিষ্ঠান আল মামুন এন্টার প্রাইজের সত্বাধিকারী এম কে রফিকুর রহমান সহ রপ্তানীকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বন্দরের পদস্থ কর্মকর্তাবৃন্দ।

সর্বপ্রথম রেডিমেট গার্মেন্টস পণ্য রপ্তানির মধ্য দিয়ে মোংলা বন্দরের ইতিহাসে রচিত হলো এক নতুন অধ্যায়। আমদানি-রপ্তানি কার্যক্রম বাড়াতে মোংলা বন্দর কর্তৃপক্ষের গৃহিত পদক্ষেপগুলো দ্রুতই বাস্তবায়ন করা হচ্ছে।