1

বাগেরহাটে স্বাস্থ্য সচেতনতা ও বাল্যবিবাহ সম্পর্কে মহিলাদের উঠান বৈঠক অনুষ্ঠিত

বাগেরহাটে স্বাস্থ্য সচেতনতা এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে মহিলাদের উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় মহিলাদের নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাবিকুন নাহারের সভাপতিত্ব উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসী।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জাতীয় মহিলা সংস্থা বাগেরহাট জেলা কর্মকর্তা কাওছারুল হক, উপজেলা সেনেটারী পরিদর্শক বিভাষ চন্দ্র রায়, তথ্য সেবা সহকারী শবনম পারভীন, নিশীতা রায় চৌধুরী প্রমুখ।

বক্তরা বলেন, সরকার নারীদের জীবনমান উন্নয়নে নানা ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি করেছে, আমাদের সকলকে এই সুযোগ গুলো কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নত করতে হবে। উঠান বৈঠকে স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন।