1

বাগেরহাটে মানব পাচার মামলা দ্রুত বিচারে বিশেষ ট্রাইবুন্যাল গঠনের দাবি

বিশেষ ট্রাইবুন্যাল গঠনের মাধ্যমে দেশের সব মানব পাচার সংক্রান্ত মামলার দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছে উদয়ন বাংলাদেশ নামে একটি উন্নয়ন সংস্থা। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উদয়ন বাংলাদেশের পরিচারক ইসরাত জাহান জানান, সরকারের মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জেলায় -জেলায় দ্রুত বিশেষ ট্রইবুন্যাাল গঠন করতে হবে। এত করে মানব পাচার সংক্রান্ত মামলার দ্রুত বিচার সম্পন্ন করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইনিসডিন বাংলাদেশের প্রকল্প সম্বন্নয়কারী মো. রফিকুর ইসলাম খান, বাগেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি নীহার রঞ্জন সাহা, জেলা পাচার প্রতিরোধ কমিটির সদস্য লুনা সিদ্দিকী, শেখ মফিজুল ইসলাম রিফাত, রবিউজ্জামান রকি প্রমুখ।