1

বাগেরহাটে দশ দফা দাবীতে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের স্মারকলিপি

বাগেরহাটে পঞ্চাশ ভাগ বেসরকারী চাকুরীকাল গনণা করে পদোন্নতি তালিকা তৈরি, প্রধান শিক্ষকদের প্রাপ্ত টাইমস্কেলের ভিত্তিতে উন্নীত স্কেল বাস্তবায়ন করা, জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের ব্যবস্থা করাসহ দশ দফা দাবীতে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট স্মারকলিপি প্রদান করেছে। বুধবার দুপুরে বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের বাগেরহাট জেলা কমিটির আহবায়ক বিকাশ চন্দ্র সাহা, যুগ্ম আহবায়ক মোঃ হারুন অর রশিদ, শিক্ষক নেতা ওমর ফারক তালুকদার, চিত্তরঞ্জন সাহা, মোঃ শাহীনুর কবির, মোঃ জাকির হোসেন প্রমুখ।

এরআগে তারা জেলা প্রশাসকের কার্যলায়ের সামনে তারা একটি বিক্ষোভ মিছিল বের। মিছিলটি কালেক্টরেট ভবন প্রদক্ষিন করে।
এসময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনায় এসব প্রথমিক বিদ্যালয়গুলো জাতীয় করণকরা হলেও এর সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তারা জাতীয়করণকৃত প্রথমিক বিদ্যালয়ের কোড ৯৯ থেকে পরিবর্তন করে ০১ এ নিয়ে আসাসহ রেজিষ্টার শব্দটি বাদ দেয়া, পিআরএল যাওয়া জাতীয়করণকৃত শিক্ষকের আর্থিক সমস্যা সমাধান, এসব বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষকের পদ সৃষ্টি, সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও মহাপরিচালক পর্যন্ত শতভাগ পদোন্নতির দাবী জানান।