1

বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যে বা‌গেরহা‌টে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকা‌লে বা‌গেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ অডিটরিয়ামের সামনে এসে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন, বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন।

পরে জেলা পরিষদ অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

 

জেলা মৎস্য কর্মকর্তা  এ এস এম রা‌সেলর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের ম‌ধ্যে বক্তব্য দেন,  জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাফিজ আল আসাদ, সরকারী পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: জিয়াউল ইসলাম, চিং‌ড়ি গ‌বেষণা কে‌ন্দ্রের প্রধান বৈজ্ঞা‌নিক কর্মকর্তা মো: হারুন অর র‌শিদ, শিক্ষাবীদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা: জালাল উদ্দীন আহম্মেদ, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভিন, চিং‌ড়ি গ‌বেষণা কে‌ন্দ্রের উর্ধতন বৈজ্ঞা‌নিক কর্মকর্তা রা‌কিবুল ইসলাম, সি‌নিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী, চিংড়ি চাষী স‌মি‌তির সভাপ‌তি ফ‌কির মু‌হিতুল ইসলাম সুমন প্রমুখ।

বক্তারা ব‌লেন, ‘মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবো উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। পুকুর খাল, নদী-নালা,  বিল সব জায়গায় মাছ উৎপাদন হবে। এরইমধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনতে হবে।’

পরে মৎস্য ক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পুরস্তার তুলে দেয়া হয়।