1

বাগেরহাটে চিংড়ি গবেষনা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটে চিংড়ি গবেষনা কেদ্রের বার্ষিক গবেষনা অগ্রগতি ও গবেষনা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের সেমিনার কক্ষে ভার্চুলালি যুক্ত হয়ে এই কর্মশালায় উদ্বোধন করেন, বাংলাদেশ মৎস্য গবেষনা ইনিস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।

 

বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মৎস্য গবেষনা ইনিস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: জুলফিকার আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের এফ এম আর টি ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুর রউফ, মৎস্য অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক মো: আবু ছাইদ, পাইকগাছা লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: লতিফুল ইসলাম, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের উপ-পরিচারক শামসুন নাহার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এস এম রাসেল, খুলনা বিশ্ববিদ্যালয়ের এফ এম আর টি ডিসিপ্লিনের অধ্যাপক ড. শেখ মোস্তাফিজুর রহমান, ড. মো. গোলাম সরোয়ার, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ, এম রাকিবুল ইসলাম, মোল্লা এন এস মামুন সিদ্দিকী, ড. এ,এস,এম তানবিরুল হক, এসও মো: শরিফুল ইসলাম প্রমুখ। চিংড়ি গবেষনা কেন্দ্রের আগামী এক বছরের গবেষনা পরিকল্পনা প্রণয়ন করা হয়। কর্মশালায় সামাজিক দুরত্ত্ব মেনে বিভিন্ন পর্যায়ের মৎস্য কর্মকর্তা, চিংড়ি চাষী ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।