1

বাগেরহাটে এইডস বিষয়ক সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত

বাগেরহাটে এইচআইভি এইডস বিষয়ক সচেতনাতামূলক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সকালে দি গ্লোবাল ফান্ডের অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা লাইট হাউজের আয়োজনে বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভায় ধর্মীয় নেতা, আইনজীবী, সাংবাদিক, আইনজীবি, পুলিশ, জন প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা: জিকে শামছুজ্জমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনাতামূলক এডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জহিরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলায় পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট পৌরসভার কাউন্সিলর আবুল হাসেন শিপন, আলিয়া মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হক, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডল, সানজিনা আহম্মেদ, লাইট হহাউজের ডিআইসি ম্যানেজার জিয়াউল হক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এইডস একটি মরণ ব্যাধি। এটা থেকে সমাজ, দেশ ও জাতিকে বাঁচাতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এজন্য ধর্মীয় অনুশাসন মেনে চলার কোন বিকল্প নেই।