1

ফেনসিডিলসহ ওয়ার্ড কাউন্সিলর আটক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি সাইফউদ্দিন আহমেদ দুলাল প্রধানকে পাঁচ সহযোগীসহ আটক করা হয়েছে। তাদের তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল ও নগদ টাকা পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে শহরের নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে ডিবির একটি টিম তাদের আটক করে।

আটক অন্যদের মধ্যে রয়েছেন- মনির হোসেন মনু (৫০), তানভীর আহম্মেদ সোহেল (৪১), মো. মজিবর রহমান (৫২) ও কামাল হোসেন (৪৫)।

নারায়ণগঞ্জ ডিবির এসআই জলিল মাতবর জানান, চাষাড়া থেকে একটি সাদা হায়েস গাড়িতে যাওয়ার সময় নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে দুলাল প্রধানসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের দেহ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল ও নগদ টাকা পাওয়া গেছে।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে দুলাল প্রধান স্বীকার করেন, কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পরিচয়ের আড়ালে তিনি এবং তার সহযোগীরা একে অপরের সহায়তায় ফেনসিডিলের ব্যবসা করে আসছিলেন।

এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, “মাদকের সঙ্গে কোনো আপস নেই। অপরাধী যেই হোক না কেন, অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে।”