1

ফকিরহাটে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন। “জেনে বুঝে বিদেশ যাই’ অর্থ, সম্মান দুটোই পাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে প্রধান অদিতথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা, বাগেরহাট ইন্সটিটিউট অব মেরিন টেকনোলোজির অধ্যক্ষ শামীম হোসেন, ইন্সট্রিক্টির মোঃ সাইফুল ইসলাম মামুন, ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ্র, উপজেলা মৎস্য অফিসার অভিডিজৎ শীল, যুব উন্নয়ন অফিসার মোঃ আমজাদ হোসেন সরদার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, পরিসংখ্যান অফিসার সরদার আমজাদ হোসেন, মহিলা বিষয়ক অফিসার সুমিতাই ইয়ামসমিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।