1

জয় যেন মাশরাফি ভাইয়ের মতো হয়: অপু বিশ্বাস

গত ৩০ মে থেকে শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসর। বিশ্বের ১০টি দেশের
অংশগ্রহণে প্রায় দেড় মাসব্যাপী অনুষ্ঠিত হবে ক্রিকেটে শ্রেষ্ঠত্বের এই
লড়াই। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। তাই ক্রিকেট উম্মাদনার ভাসছে বাংলাদেশ।
এই ছোঁয়া লেগেছে ক্রিকেটপ্রেমী শোবিজ তারকাদের মনে।

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বাংলাদেশ দলের খেলা কখনও মিস করেন না।
রাইজিংবিডিকে তিনি বলেন, ‘বাংলাদেশ দলে যারা আছেন তারা এতো সুন্দরভাবে
দেশকে প্রেজেন্ট করছেন যে দেখলে মন ভরে যায়। তারা সবাই আমাদেরই ভাই। এজন্য
তাদের স্যালুট। নিজের এলাকার লোকজনের প্রতি আত্মার টান একটু বেশিই থাকে।
সেই জায়গা থেকে বাংলাদেশ টিমে একজন আছেন যাকে ভালো লাগে। কারণ তিনি আমাদের
বগুড়ার সন্তান। তিনি মুশফিক ভাই। আমি যে স্কুলে পড়েছি, তার সামনের স্কুলে
তিনিও পড়েছেন। ঐ জায়গা থেকে বিশেষ একটা টান তার প্রতি আছে। কিছুদিন আগে
আমরা হায়দ্রাবাদ প্লেগ্রাউন্ডে গিয়েছিলাম। সেখানে মুশফিক ভাইও ছিলেন। আমরা
তার সঙ্গে দেখা করে কথা বলেছি।’

অপু আরো বলেন, ‘আইকন, আইডল বলতে যদি কোনো খেলোয়াড়ের কথা বা ব্যক্তি মানুষের
কথা বলা হয় তাহলে তিনি হলেন আমাদের মাশরাফি ভাই। নড়াইলে একবার অনুষ্ঠান
করার সুযোগ হয়েছিলো। অনুষ্ঠানটা তারই ছিল। সেদিন মঞ্চে মাশরাফি ভাই আমার
হাতে মাইক্রোফোন দিয়েছিলেন। আমি বলেছিলাম-আমি আজকে একজন পরিপূর্ণ মা। আমি
জন্ম দিয়েছি আব্রাহাম খান জয়কে। আমি চাই জয়ের নামের সঙ্গে আরেকটি নাম যুক্ত
হোক। বড় হয়ে মানবিকতায় সে যেন মাশরাফি ভাইয়ের মতো হয়। আমি মাশরাফি ভাইকে
এতোটাই পছন্দ করি! তার পরিবারের সঙ্গেও আমার আত্মীক সম্পর্ক রয়েছে।’ 

অপু বিশ্বাস এক দশকেরও বেশি সময় ধরে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন।
দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। তার অভিনীত ‘শ্বশুরবাড়ি
জিন্দাবাদ’ মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায়
অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এছাড়া কলকাতার জনপ্রিয়
সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামে অপর একটি সিনেমায়
অভিনয় করছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে
অভিনয় করছেন পরমব্রত চ্যাটার্জি।