1

জামিনে মুক্তি পেলেন হত্যা মামলার আসামি রানা

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমদ ও যুবলীগের দুই নেতার হত্যা মামলায় প্রায় চার বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানা। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি টাঙ্গাইল কারাগার থেকে মুক্তি পান। এর আগে টাঙ্গাইল কারাগার গেটসহ এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা কারাগারের সুপার আবুল বাশার গণমাধ্যমকে জানান, বেশ কয়েকদিন আগে থেকে সাবেক এমপি রানা টাঙ্গাইল কারাগারে ছিলেন। হাইকোর্ট ও আপিল বিভাগের কাগজপত্র পাওয়ার পর মঙ্গলবার সকালে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, ঢাকায় তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

প্রসঙ্গত, দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করে এই দুই মামলায় জামিন আবেদন করেন সাবেক এমপি আমানুর রহমান খান রানা। সে সময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।