1

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিপ্লব দাশ নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত বিপ্লব দাশ চন্দনাইশ উপজেলার দোহাজারি এলাকার সন্তোষ দাশের ছেলে।

এর আগে গত শনিবার নগরের পার্ক ভিউ হাসপাতালে বাদশা মোল্লা নামে একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান।

চমেক হাসপাতাল সূত্র জানায়, বিপ্লব দাশকে গত সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক তাকে আইসিইউতে নিতে হবে বলে পরামর্শ দেন। কিন্তু চমেক হাসপাতালের আইসিইউতে বেড খালি না পেয়ে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় বিপ্লব দাশের স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুরে পুনরায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব দাশকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সমকালকে জানান, দুপুরে বিপ্লব দাশ এক যুবককে হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই যুবক ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসক।