1

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত

তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম খেলায় শনিবার ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে দিল ভারত। বিশ্বকাপের পর এদিনই ছিল ভারতের প্রথম ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কাইরান পোলার্ড মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচে অভিষেক হয় ভারতীয় পেসার নবদীপ সাইনির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচে অভিষেক হয় ভারতীয় পেসার নবদীপ সাইনির। প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-২০’র শেষ ওভারে মেডেন নিয়েছেন সাইনি।

এর আগে নিউজিল্যান্ডের প্রাক্তন স্পিনার জিতান পটেল (২০০৮), পাকিস্তানি ফাস্ট বোলার মোহম্মদ আমির (২০১০) ও সিঙ্গাপুরের জানক প্রসাদ (২০১৯) এই কৃতিত্ব অর্জন করেছেন। ৪ ওভার হাত ঘুরিয়ে নবদীপ নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট । এদিন ২৪ বলের মধ্যে ১৯টিই ডট বল করেন নবদীপ।