1

৪০ তলা বাড়ি অনলাইনে বিক্রি!

অনলাইনে কেনা-বেচার ওয়েবসাইট আলিবাবায় নিলামে তোলার ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেল একটি ৪০ তলা ভবন! মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে এমনটাই ঘটল। জানা যায়, নিলামের মাধ্যমে বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ২০০ কোটি টাকারও বেশি দামে ভবনটি কিনে নেয় ইউচেং ঝিয়ে নামের একটি কোম্পানি।

চীনা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অনলাইন বিক্রিত ৪০ তলা ওই ভবনটির নাম পাঙ্গু প্লাজা। ২০০৮ সালের অলিম্পিক ভেন্যু বার্ডস নেস্টের পাশেই অবস্থিত ভবনটি। আলিবাবায় নিলামে তোলার পর দেশটির ইউচেং ঝিয়ে নামের একটি কোম্পানি ৭৩৪ মিলিয়ন মার্কিন ডলারে ভবনটি কিনে নেয়।