1

২৯ জুলাই থে‌কে ট্রে‌নের আগাম টি‌কিট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে ২৯ জুলাই (সোমবার) থেকে। টিকিট বিক্রি চলবে ২ আগস্ট পর্যন্ত।

মঙ্গলবার রাজধানীর রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেল মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এ তথ্য জানান।

মন্ত্রী আরও জানান, রেলের ফিরতি টিকিট বিক্রি ৫ আগস্ট শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে।

রেল মন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারও ঈদের ১০ দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে এবার পাঁচটি স্থান থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। অগ্রিম টিকিট কমলাপুর স্টেশন (ঢাকা স্টেশন), বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন থেকে বিক্রি হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তবে আগামী ১২ আগস্ট ঈদ ধরে রেলওয়ের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।