1

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪৪৬ ডেঙ্গু রোগী

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ১ হাজার ৪৪৬ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরে আক্রান্ত ৬৮৯ জন এবং অন্যান্য বিভাগে ৭৫৭ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারাদেশে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৬১০৩৮ জন। বর্তমানের হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬০৩৫ জন।

সার্বিকভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ডেঙ্গু রোগ সম্পর্কে জনসচেতনতা আগের চেয়ে বহুলাংশে বেড়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সম্মিলিত প্রচেষ্টায় মশা নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টার কারণে ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।