1

২৪ ঘণ্টায় দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত ২,৩২৬

২৪ ঘণ্টায় (৭ আগস্ট সকাল ৮টা থেকে ৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) রাজধানী ঢাকাসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী বাদে) ২৩২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে, গত ৬ আগস্ট সকাল ৮টা পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী বাদে) ২৪২৮ জন, ৫ আগস্ট সকাল ৮টা পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী বাদে) ২৩৪৮, গত ৪ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী বাদে) ২০৬৫, ৩ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী বাদে) ১৮৭০ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এছাড়াও ২ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা শহরসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী বাদে) ১৬৪৯ জন, ১ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা শহরসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী বাদে) ১৬৮৭ জন, ৩১ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ১৭১২ জন, ৩০ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭৭ জন, ২৯ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা শহরসহ দেশের ৬০টি জেলার হাসপাতালগুলোতে ১ হাজার ৩৫ জন,  ২৮ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৫০ জেলায় ১ হাজার ৯৬ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদফতরাধীন হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, নতুন আক্রান্ত ২৩২৬ জন নিয়ে এ বছর (৮ আগস্ট পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ৩৪ হাজার ৬৬৬ জনে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ হাজার ৭৬৫ জন।

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, নতুন আক্রান্ত ২৩২৬ জনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩০ জন, মিটফোর্ড হাসপাতালে ১১৮, ঢাকা শিশু হাসপাতালে ৪৪, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৬৫, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১২৪, পিলখানাস্থ বিজিবি হাসপাতালে ৪, সম্মিলিত সামরিক হাসপাতালে ৩১, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

অন্যদিকে ওই ২৪ ঘণ্টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৩৬ জন, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০, বারডেম হাসপাতালে ১৪, ইবনে সিনা হাসপাতালে ৮, স্কয়ার হাসপাতালে ২৮, ধানমণ্ডির কমফোর্ট নার্সিংয়ে ৫, শমরিতা হাসপাতালে ৭, ডেল্টা মেডিকেল কলেজে ২৩, ল্যাবএইডে ৩, সেন্ট্রাল হাসপাতালে ২৬, হাই কেয়ার হাসপাতালে ১৩, হেলথ এন্ড হোপে ৪, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ১৬, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ২৭, ইউনাইটেড হাসপাতালে ৩০, খিদমাহ হাসপাতালে ৩ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

অন্যদিকে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৩, অ্যাপোলো হাসপাতালে ১২, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ২৫, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ১৫, বিআরবি হাসপাতালে ৩, আজগর আলী হাসপাতালে ১৮, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৯, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ , সালাউদ্দিন হাসপাতালে ৪ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১৪, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ৫ ও আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ২০ এবং কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ২জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বলে দৈনিক জাগরণকে নিশ্চিত করেছেন হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ও চিকিৎসক আয়েশা আক্তার।

এছাড়াও ২৪ ঘণ্টাতেই ঢাকা বিভাগে (শহর ব্যতীত) ২৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ২২৭ জন, খুলনা বিভাগে ১৭৯, রংপুর বিভাগে ৬৬ , রাজশাহী বিভাগে ১৩০, বরিশাল বিভাগে ১৭৮, সিলেট বিভাগে ৩৩ ও ময়মনসিংহ বিভাগে ৭১ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশজুড়ে (ঢাকা শহর ব্যতীত) ১০ হাজার ৩০ জন ডেঙ্গুজ্বরে রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকার বাইরে স্থানীয় সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩৬২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে (জানুয়ারি থেকে ৮আগস্ট পর্যন্ত) ২৯ জনের মারা যাওয়ার তথ্য সরকারিভাবে বলা হলেও বিভিন্ন গণমাধ্যমসহ নানা সূত্র বলছে মৃত্যুর সংখ্যা ৭০ ছাড়িয়ে গেছে।