রাজশাহীতে রোববার বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।
শনিবার সন্ধ্যায় নগর পুলিশের পক্ষ থেকে ২২ শর্তে তাদের এই সমাবেশের অনুমতি দেওয়া হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির নেতারা জানিয়েছেন, মাদ্রাসা মাঠে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল তবে কেন্দ্রীয় ঈদগাহের পাশের সড়কে তাদের সমাবেশ অনুমতি দেওয়া হয়েছে। বেলা ৩টা থেকে এই সমাবেশ হবে।
প্রবল বৃষ্টি উপেক্ষা করে এরই মধ্যে মঞ্চ নির্মাণ সম্পন্ন হয়েছে জানিয়ে তারা বলেন, এই সমাবেশের অনুমতির জন্য ২২টি শর্ত দেওয়া হয়েছে।