1

স্বাস্থ্যমন্ত্রীর ছুটি বাতিল

দেশে ডেঙ্গুর প্রকোপের মধ্যেও মালয়েশিয়ায় পারিবারিক সফর নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এ জন্য স্বেচ্ছায় সাত দিনের ছুটি বাতিল করে আজ রাতেই দেশে ফেরার কথা তার।

আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মন্ত্রী আজ রাতে দেশে ফিরবেন। আগামীকাল বৃহস্পতিবার দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিং করবেন। সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ জানাতেই মন্ত্রীর এই সংবাদ ব্রিফিং।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রী দুপুরে মালয়েশিয়া থেকে রওয়ানা দেবেন এবং কাল অফিস করবেন। তার ছুটি তিনি নিজেই বাতিল করে কাজে যোগ দিচ্ছেন।

এর আগে সোমবার মন্ত্রণালয়ের এক ঘোষণায় ডেঙ্গু ও বন্যাজনিত কারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এ সময় মন্ত্রীর অবকাশের ছুটি মূলত সমালোচনার প্রধান কারণ। তাছাড়া জানা যায় আগামী ৪ আগস্ট মন্ত্রীর দেশে ফেরার কথা ছিল।