1

স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন

মাদারীপুরের শিবচরে স্ত্রী খাদিজার শরীরে কেরোসিন ঢেলে আগুনে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামী নাসির ফকিরের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় খাদিজা আক্তারকে রাত ১১ টার দিকে শিবচর উপজেলা হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। আগুনে খাদিজা আক্তারের ডান স্তনসহ নীচের অংশ এবং পেটের বাম দিকের বিভিন্ন স্থান ঝলসে গেছে। এ ঘটনা ঘটে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর গ্রামে সোমবার রাত ১০টার দিকে। ঘটনার পর নাসির এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

জানা গেছে, শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকায় তিন মাসের কন্যা সন্তান নিয়ে একটি বাসায় ভাড়া থাকতো নাসির ফকির ও খাদিজা আক্তার। কারণে অকারণে নাসির খাদিজাকে মারধর করতো। নিজে কোন কাজ করতো না। এমন কি শিশু সন্তানের ভরণপোষণও ঠিকমতো করতে পারতো না। অভাব-অনটনসহ নানা বিষয়ে প্রায়ই তাদের মধ্যে কলহ লেগে থাকতো। এ সব পারিবারিক কারণে সোমবার রাতে তাদের মধ্যে কাটাকাটি হয়। এক পর্যায়ে রাত ১০টার দিকে পাষন্ড স্বামী নাসির ফকির তার স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। খাদিজার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসার আগেই নাসির পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা খাদিজা আক্তারকে রাতেই শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে।

আহত খাদিজা আক্তার বলেন, ‘আমার স্বামী কোন কাজ করে না। অভাবের সংসারে প্রায়ই আমাকে মারধর করতো। অভাব-অনটন নিয়ে কলহ লেগেই থাকতো। রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার স্বামী নাসির ফকির আমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।’

শিবচর উপজেলা হাসপাতালের ডাক্তার মোকাদ্দেস আলী শাহীন বলেন, ‘সোমবার রাতে খাদিজা আক্তার নামে একজন পোড়া রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত খাদিজা আক্তারের বুকের ডান স্তনসহ নীচের অংশ এবং পেটের বাম দিকে বিভিন্ন স্থানে পুড়ে গেছে।’

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, স্বামী কর্তৃক স্ত্রীকে আগুনে ঝলসে দেওয়ার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। দোষীকে আটকের চেষ্টা চলছে।’