1

‘সেটেল’ করতে গিয়ে ধরা সেটেলমেন্ট কর্মকর্তা

দিনাজপুর সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়ে সহকারী সেটেলমেন্ট কর্মকর্তাসহ দুইজনকে আটক করেছেন।

বুধবার বিকেল ৫টার দিকে শহরের কসবা মিশন রোডে সদর উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ে দুদক এই অভিযান চালায়। এসময় ঘুষ গ্রহণের ২০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।

আটক দুইজন হলেন- সেটেলমেন্ট কার্যালয়ের সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা স.ম আসাদুজ্জামান ফেরদৌস (৫৫) ও প্রসেস সার্ভেয়ার শহিদুল ইসলাম (৫২)।

দিনাজপুর সমন্বিত দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, দিনাজপুর সদরের উপশহর ৫নম্বর ব্লকের জামিল উদ্দীনের ছেলে শাহিন হোসেন দুদকের অভিযান করেন যে, তার একটি জমির আপীল কেস নিষ্পত্তি করে দেওয়ার লক্ষ্যে আটক দুই কর্মকর্তা ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

তিনি জানান, বুধবার বিকেলে ঘুষের কিছু অংশ ২০ হাজার টাকা নিয়ে আসেন শাহিন। এ সময় সমন্বিত দিনাজপুর জেলা দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে দুদকের সদস্যরা অভিযান চালিয়ে নগদ ওই ২০ হাজার টাকাসহ দুইজনকে আটক করেন।

সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয় থেকে বেশ কিছু ব্যাংকের জমা বই, চেক বই ও কাগজপত্র জব্দ করা হয়েছে বলে তিনি জানান।