সুন্দরবনে কোস্টগার্ড ও বনদস্যু জোনাব বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনের সাতক্ষিরা রেঞ্জের আ¤্রতলি খাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ২ বনদস্যুকে আটক করা হয়েছে।
পরে দস্যুবাহিনী পিছু হটলে ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ২১ রাউন্ড গুলি ও অপরণকৃত ৩ জন জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেরা হলেন, আমিনুল গাজী (৩৫), আবু সাঈদ গাজী (২৭) ও আজিবর গাজী (৩১)। এয়াড়া আটকৃত বনদস্যুরা হলো, সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গস্খামের জলিল গাজীর ছেলে মালেক গাজী (২৬) ও খুলনার কয়রা উপজেলার পাথরখালি গস্খামের জবেদ গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের ওই এলাকায় অভিযান চালিয়ে জিম্মি জেলেদের উদ্ধার ও দুই জন বনদস্যুকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও জেলে এবং আটককৃত বনদস্যুদের পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।