করোনা ভাইরাস এড়াতে জনসচেতনতামুলক কার্যক্রমের অংশ হিসেবে সাধারন মানুষকে মাস্ক সরবরাহ করলেন সাবেক মতিঝিল থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেল শাহরিয়ার।
মুজিববর্ষের উদ্বোধনী দিনে ঢাকা মহানগর যুবলীগের পক্ষ থেকে এসব মাস্ক সরবরাহ করেন তিনি। এছাড়া শান্তিনগর, কাকরাইল, রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন এলাকায়ও এসব মাস্ক বিতরন করা হয়।
সোহেল শাহরিয়ার বলেন, বর্তমানে সারাবিশ্বে করোনা আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশেও এ আতঙ্ক চলছে। ইতোমধ্যে করোনা সন্দেহে অনেককে আইসোলেশনে এবং হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ অবস্থায় সাধারন মানুষকে ভাইরাস এড়াতে মাস্ক সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরে সরবরাহ করা হবে। এছাড়া মানুষকে এ ভাইরাস থেকে বাঁচার কৌশল হিসেবে সচেতনতামুলক লিফলেটও বিতরন করা হচ্ছে বলে জানান তিনি।