1

সাকিবই শীর্ষে

বিশ্বকাপ শেষেও বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারের মসনদে সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে থাকা ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে তার পয়েন্টের ব্যবধান ৮৭। সাকিবের রেটিং পয়েন্ট ৪০৬।

সোমবার আইসিসি প্রকাশিত ওয়ানডে র‌্যাংকিংয়ে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য স্টোকসের পয়েন্ট ৩১৯। অলরাউন্ড ক্যাটাগরিতে তিন নম্বরে আফগানিস্তানের মোহাম্মদ নবি। পাকিস্তানের ইমাদ ওয়াসিম চার আর পঞ্চম স্থানে আফগান অলরাউন্ডার রশিদ খান।

ব্যাটসম্যান বিভাগের শীর্ষে ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৮৮৬ রেটিং পয়েন্ট তার। দ্বিতীয় স্থানে তার স্বদেশি বিশ্বকাপের পাঁচ সেঞ্চুরিয়ান রোহিত শর্মা। কোহলির চেয়ে পাঁচ পয়ন্টে কম তার। এ ছাড়া বাবর আজম তিন, ফাফ ডু প্লেসিস চার ও রস টেলর পাঁচ নম্বরে।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ব্যাটিংয়ের ষষ্ঠ স্থানে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। জাসপ্রিত বুমরাহ বোলিং বিভাগের শীর্ষে। ৮০৯ পয়েন্ট তার। দ্বিতীয় স্থানে থাকা কিউই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টের পয়েন্ট ৭৪০।