1

সমন্বয় করে কাজ করলে দেশে কোন দরিদ্র মানুষ থাকবে না -মহাপরিচালক, এনজিও ব্যুরো

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) শেখ মো: মনিরুজ্জামান বলেছেন, সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থা সমন্বয়  করে কাজ করলে অল্প দিনে দেশে কোন দরিদ্র মানুষ থাকবে না।

 

প্রতি বছর সরকার যে পরিমান সাহায্যে দিচ্ছে, আর বেসরকারী সেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে যে পরিমান অর্থ ছাড় দেয়া হচ্ছে তা কম নয়। এটির সঠিক ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা রয়েছে। বুধবার (১৯ জুলাই) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেয়ার বাংলাদেশ পরিচালিত দক্ষিন পশ্চিমাঞ্চলে চলমান ও আসন্ন প্রকল্প সমুহের অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, দেশের দারিদ্র সীমার নিচে বসবাস করা মানুষকে স্বাবলম্বি করতে নানামূখী উদ্যোগ গ্রহন করতে হবে।  সমন্নিত ভাবে কাজ করলে অল্প দিনে এর সুফল আসবে। এজন্য প্রয়োজন সকলের আন্তরিকতা।

 

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো: হাফিজ আল আসাদ,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান কেয়ার বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মৃত্যুঞ্জয় দাস, রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার তৈয়ব আলী প্রামানিক, রুপান্তরের মনিটরিং অফিসার নুসরত জাহান, প্রজেক্ট ম্যানেজার আলমগীর হোসেন মিরু, রুপান্তরের শিল্পি আক্তার, আতাবুর রহমান টিপু প্রমুখ।

 

মতবিনিময় সভায় বাগেরহাটের বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।