1

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের মশক নিধন অভিযান

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই অভিযানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। এ সময় মশক নিধনে ফগার মেশিন দিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ, জেলা পরিষদ প্রাঙ্গণসহ বেশ কয়েকটি জায়গায় স্প্রে করা হয়।

অভিযানকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা যুবলীগের সভাপতি ও কামারেরচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাব্বির হোসেন খোকন, সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, আব্দুল হান্নান ও সানোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান জানান, ডেঙ্গু প্রতিরোধে ওই মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পর্যায়ক্রমে শহরের বিভিন্ন জায়গায় পরিচালিত হবে।