1

শেরপুরে কৃতী শিক্ষার্থীদের শিকড়ের সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৯জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকালে উপজেলার মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী কল্যাণ সমিতির হলরুমে এ সংবর্ধনার আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ‘শিকড় ঝিনাইগাতী’। অনুষ্ঠানে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমকেও সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এইচ এম তাজুল ইসলাম (সিআইপি)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব বিল্লাল হোসেন। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ সাইফুল আমিন মুক্তা, যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল করিম প্রমুখ। সভায় বক্তারা মুঠোফোনসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহŸান জানান।
প্রসঙ্গত, সংগঠনটি ২০০২ সাল থেকে এ উপজেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের আর্থিক সাহায্য, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা রকম সেবামূলক কর্মকান্ডের আয়োজন করে আসছে।