একতা কালচারাল এন্ড সোসাল অর্গানাইজেশন শরীয়তপুর জেলা শাখা’র উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর এলাকা থেকে মাদক বিরোধী একটি র্যালী বের করা হয়। র্যালীটি নড়িয়া উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় শহীদ মিনার চত্তরে এসে শেষ হয়। এরপর সকাল সাড়ে ১২ টায় শহীদমিনার চত্তরে এক আলোচনাসভার আয়োজন করে।
একতা কালচারাল এন্ড সোসাল অর্গানাইজেশন শরীয়তপুর জেলা শাখা’র সভাপতি বাদল খলিফার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইকবাল মাঝির সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মঞ্জুরুল হক আকন্দ, পৌর মেয়র শহীদুল ইসলাম বাবু রাঢ়ি, একতা কালচারাল এন্ড সোসাল অর্গানাইজেশন কেন্দ্রীয় সভাপতি জয়নাল রেজা, জেলা সভাপতি বাদল খলিফা,সহ সভাপতি আনভির আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক ফারুক আলম, যুগ্ন-সাধারন সোহেল সরদার, দফতর সম্পাদক আলমাস সরদার, রহিম জমাদ্দার, খোকন রাঢ়ী প্রমুখ।