1

শরণখোলায় পরিবার পরকিল্পনার সেবার মান উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটের শরণখোলায় পরিবার পরকিল্পনার সেবার মান উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বেসরকারী উন্নয়নসংস্থা সুশীলনের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন, শরণখোলা উপজলো পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হোসনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন। বিশেষ অতিথি ছিলেন রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মইনুল ইসলাম টিপুু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ মুজাহদিুল ইসলাম, সুবাহান আলী, তানয়িা সুলতানা প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দীন আকন বলেন, সুশীলন কতৃক বাস্তবায়িত প্রকল্প পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। পাশাপাশি সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পরিবার পরিকল্পনা খাতে বরাদ্ধের জন্য তিনি দিক নির্দেশনা প্রদান করেন।
প্রোগ্রাম অফিসার মোঃ মুজাহদিুল ইসলাম বলেন, পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদ কতৃক পরিবার পরিকল্পনা খাতে বরাদ্দকৃত অর্থ সঠিক ভাবে বাস্তবায়নরে জন্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরবিার কল্যাণ ব্যবস্থাপনা কমিটি দ্বারা একটি মনটিরিং টুলস অনুমোদন করা হবে। যাহার মাধ্যমে ইউনিয়ন পরিষদ কতৃক বরাদ্দকৃত অর্থের স্বচ্ছতা জবাবদিহিতি নিশ্চিতের মাধ্যমে সেবার মান উন্নয়ন করা যেতে পারে।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে এসএসিএমও, এফপিআই, এফডাবলুভি ও এফডাবলুএ ও বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।