1

লাদেনপুত্র হামজার মৃত্যুর খবর দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সূত্রগুলো এতথ্য নিশ্চিত করলেও কোথায় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানানো হয়নি বলে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে হামজা সর্ম্পকে তথ্য চেয়ে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

হামজার বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে বলে ধারণা। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে হামলা চালানোর আহ্বান জানিয়ে অডিও ও ভিডিও বার্তা ছড়াতে দেখা গেছে তাকে।

ওসামা বিন লাদেন ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপন আস্তানায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন। হামজাকে তার উত্তরাধিকারী মনে করা হচ্ছিল।

হামজার মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে এনবিসি ও নিউইয়র্ক টাইমস। বুধবার এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন।