1

লাইক গোনা যাবে না ফেসবুকে

ব্যবহারকারীদেরকে একে অপরের সাথে তুলনা করা থেকে বিরত রাখতে পোস্টের লাইক গোনা অপশন শিগগিরই বন্ধ করতে পারে ফেসবুক। সম্প্রতি এক পোস্টে এ তথ্য জানিয়েছে সবচেয়ে বড় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

ফেসবুকের মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম ইতোমধ্যে লাইক গোনা অপশন বন্ধ করে দিয়েছে। কানাডা ও ব্রাজিলসহ সাত দেশে পরীক্ষামূলকভাবে এ অপশন বন্ধ করেছে তারা। খবর টেকক্রাঞ্চের

ইনস্টাগ্রামের মতো ফেসবুকেও গোনা যাবে না পোস্টের নিচের মোট লাইক। সবগুলো লাইক গোনা না গেলেও মিউচুয়াল যেসব ফ্রেন্ড লাইক দেবেন তাদের নাম দেখা যাবে।

ফেসবুক জানিয়েছে, যাদের পোস্টে কম লাইক পড়ে তারা বেশি লাইক পাওয়া ব্যক্তিদের চেয়ে নিজেকে হেয় মনে করেন। তাদের পোস্টটি সঠিক নয় মনে করে ডিলিটও করেন। যদি লাইক গোনা বন্ধ করা যায় তাহলে এ সমস্যা থাকবে না।