রূপসা উপজেলার দলিত হরিজন বেদে কল্যাণ সংস্থা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান গত ২৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা কর্মকর্তা প্রবীর কুমার রায়, বন কর্মকর্তা মুজিবুর রহমান, শিক্ষক বাকির হোসেন বাকু।
সংগঠনের সভাপতি অমিয় দাস দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জন দাসের পরিচালনায় বক্তৃতা করেন সাংবাদিক ভোলানাথ রায়, সোহেল জোনায়েদ, শিক্ষক আ. রহিম, জুলফিকার আলী, শেখ হাবিবুর রহমান, উত্তম কুমার দাস, দিবারানী দাস, প্রেম দাস, সুশান্ত শীল, গোবিন্দ দাস, সুজিৎ দাস, সুরঞ্জন দাস, শক্তিপদ গাইন, রাম প্রসাদ শীল, প্রভাষ, শেফালী, মনিকা দাস প্রমুখ।