1

রূপসায় ওজোপডিকো’র প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ওজোপাডিকো) কর্তৃক প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন গত ৭ জুলাই বিকেল ৪টায় পূর্ব রূপসা ব্যাংকের মোড়ে অনুষ্ঠিত হয়। বাগমারা গ্রামের বাসিন্দা মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন ব্যবসায়ী মো. নাজমুল হোসেন, ইউসুফ সরদার, রইছ মোল্লা, বজলুর রহমান, বাবু শেখ, শওকত হোসেন, সোহরাব হোসেন, মো. সোহেল, আকলিমা বেগম ও নান্না মিয়া প্রমূখ। উপজেলার বাগমারা, চর রূপসা, জয়পুর, ইলাইপুর ও জাবুসার আংশিক এলাকার ওজোপাডিকো’র গ্রাহকবৃন্দ এ মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘকাল ধরে আমরা বিলিং মিটারের মাধ্যমে বিদ্যুতের নিয়মিত বিল পরিশোধ করলেও হঠাৎ করে আমাদের এলাকায় বিলিং মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটার দেয়া হচ্ছে। আমরা গ্রাম এলাকার স্বল্প শিক্ষিত ও অশিক্ষিত মানুষ। প্রি-পেইড কার্ড কিনে রিচার্জ করা আমাদের জন্য অনেকটাই দুঃসাধ্য ব্যাপার। এই মিটারে রিচার্জ করতে গিয়ে সামান্য ত্রুটি হলেই মিটার লগ হয়ে যায়। যা অফিসের মাধ্যমে আনলক করতে গেলে মিটার প্রতি বাড়তি টাকা গুনতে হয়। মানববন্ধনে অংশগ্রহনকারীরা এসব হয়রানী ও ভোগান্তি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।