1

রুহানির সঙ্গে বসতে প্রস্তুত আছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অনুকূল পরিবেশে তিনি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বসতে প্রস্তুত আছেন। এছাড়া ইরানের সঙ্গে নতুন একটি পরমাণু চুক্তির ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর টাইমস অব ইসরায়েল’র।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আড়াই বছর আগে যখন আমি ক্ষমতায় তখনকার ইরানের সঙ্গে বর্তমানে ইরানের কোনও মিল নেই।
তিনি বলেন, আমি বিশ্বাস করি ইরান একটি মহান দেশ হয়ে উঠবে…কিন্তু তারা পরমাণু অস্ত্র রাখতে পারবে না। তবে আলোচনায় বসার আগে ইরানকে ‘ভালো খেলোয়াড়’ হতে হবে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।

এর আগে সোমবার রুহানি বলেন, ইরানের জন্য মঙ্গলজনক হবে এমনটা মনে হলে তিনি যে কারও সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন।